Posts Tagged ‘ লিউ জিয়ানবিন ’

চীনা ভিন্নমতাবলম্বীকে মুক্তির আহ্বান অ্যামনেস্টির

চীনের গণতন্ত্রপন্থী সংগঠক লিউ জিয়ানবিনকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনা সরকারের সমালোচনা করে ভিন্নমতাবলম্বী লেখালেখি করার জন্য জিয়ানবিনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি’ দেওয়ার অভিযোগে চীনের শিনচুয়ান প্রদেশের একটি কোর্ট জিয়ানবিনকে এই সাজা দেয়। ভিন্নমতাবলম্বী রাজনৈতিক তত্পরতা চালানোর জন্য এ নিয়ে তৃতীয়বারের মতো তাঁকে কারাবন্দী করা হলো।

১৯৮৯ সালে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার জন্য জিয়ানবিন আড়াই বছর কারাবন্দী ছিলেন। এরপর ১৯৯০ সালে ‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে তত্পরতা’ চালানোর দায়ে আবারও তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নয় বছর কারাবন্দী থাকার পর তিনি মুক্তি পান।

২০০৮ সালে শেষবারের মতো কারামুক্তির পর তিনি চীনে আইনি ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ‘চার্টার ০৮’ প্রস্তাবে সাক্ষর করেন। নোবেল বিজয়ী লিউ জিয়াওবোও এই সংস্কার প্রস্তাবটির সহ-লেখক। চীনা সরকারের দমননীতির সমালোচনা করে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে তিনি অনেক পত্রপত্রিকায় লেখালেখি করেছেন।

অ্যামনেস্টির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহ-পরিচালক ক্যাথেরিন বাবের বলেছেন, ‘শুধু লেখালেখি করার জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়াটা একটা আতঙ্কজনক ব্যাপার। এবং বিচারব্যবস্থার নামে একটা প্রহসনও বটে। লিউ জিয়ানবিন কোন অপরাধেই অপরাধী নন। তিনি বন্দী হতে পারেন শুধু নিজের বিবেকের কাছেই। তাঁকে খুব দ্রুত মুক্তি দেওয়া উচিত।’ তিনি জিয়ানবিনকে কারাবন্দী করার এই ঘটনাটাকে বর্ণনা করেছেন ‘কোন বার্তার প্রতি মনোযোগ দেওয়ার বদলে বার্তাবাহককেই গুলি করে ফেলা’ হিসেবে।