Posts Tagged ‘ এশিয়া প্যাসিফিক ’

চীনে জনপ্রিয় ব্লগার নিঁখোজ!

চীনের জনপ্রিয় রাজনৈতিক ব্লগার ও বিশ্লেষক ইয়াং হেনজুনকে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিন্নমত প্রকাশের জন্য চীনা সরকার তাঁকে আটক করেছে বলে অনুমান করা হচ্ছে। খুব দ্রুত তাঁর অবস্থান সম্পর্কে সবাইকে জানানোর জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চীনা বংশোদ্ভূত ইয়াং হেনজুন বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। গত রবিবার তিনি গুয়ানংজু এয়ারপোর্ট থেকে তাঁর ব্লগ পরিচালককে ফোন করে জানান যে, তিনজন লোক তাঁকে অনুসরণ করছে। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চীনা কর্তৃপক্ষই তাঁকে আটক করেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন হেনজুনের ঘনিষ্ঠরা।

হেনজুনের এই নিঁখোজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামনেস্টির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহ পরিচালক ক্যাথরিন বাবের। তিনি বলেছেন, ‘হেনজুনের উধাও হওয়ার ঘটনাটা খুবই উদ্বেগজনক। গত কয়েক মাসে শান্তিপূর্ণ সংস্কারবাদী অনেক রাজনৈতিক কর্মী এভাবে উধাও বা গ্রেফতারের শিকার হয়েছেন।’

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিক্ষোভ-বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে গত ফেব্রুয়ারিতে চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে ‘জেসমিন বিপ্লবে’র ডাক দিয়েছেন। তারপর থেকেই ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ ও অনলাইন প্রতিরোধ কর্মীদের উপর হয়রানির ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে।

এক মাস বিনা বিচারে আটক রাখার পর গতকাল ‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে তত্পরতা’ চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে চীনের আরেক জনপ্রিয় ব্লগার রান উনফেইয়ের বিরুদ্ধে। এখনও কমপক্ষে ২০ জন আইনজীবী, ব্লগার, প্রতিরোধকর্মী আটক আছেন বিনা বিচারে। ব্লগার গু চুয়ান এদের মধ্যে অন্যতম। তাঁকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে রাখা হয়েছে প্রায় এক মাস ধরে। তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে আশঙ্কা করছে অ্যামনেস্টি।