Posts Tagged ‘ গবেষক ইভান রিসকো ’

চোখ আপনার সম্পর্কে কী বলে?

যখন আপনি এই লেখাটা পড়ছেন বা অন্য কোন জায়গায় নজর দিচ্ছেন, তখন সাধারণত আপনি আপনার চোখের নড়াচড়াটা খেয়াল করেন না। আপনি যখন এই লেখায় চোখ রাখছেন, আশেপাশের বিজ্ঞাপনগুলোর দিকে তাকাচ্ছেন বা আপনার ঘরের চারপাশে চোখ বুলাচ্ছেন তখন আপনার চোখ প্রতিনিয়ত কিছু সংক্ষিপ্ত বিরতি দিয়ে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানীরা আমাদের এই চোখের নড়াচড়া নিয়ে গবেষণা করেছেন— আমরা কোথায় তাকাই, কতক্ষণ ধরে তাকাই ইত্যাদি। আর এই গবেষণা থেকে তাঁরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বের করেছেন, কিভাবে আমরা পড়ি, কিভাবে আমরা শিখি— তা নিয়ে। এমনকি এসব গবেষণা থেকে তাঁরা আলোকপাত করেছেন আমরা কেমন ধরণের মানুষ সে সম্পর্কেও। বিস্তারিত পড়ুন