Posts Tagged ‘ বেইজিং অলিম্পিক ’

বোল্টের চেয়ে জোরে দৌড়ানো কি সম্ভব?

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। ১০০ মিটার দৌড় তিনি শেষ করেছিলেন মাত্র ৯.৬৯ সেকেন্ডে। এক বছর পর রেকর্ডটা আবার নিজেই ভেঙেছেন এই জ্যামাইকান স্প্রিন্টার। ২০০৯ সালের বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি দৌড়ালেন মাত্র ৯.৫৮ সেকেন্ডে। এবার লন্ডন অলিম্পিকে গোটা ক্রীড়াবিশ্ব তাকিয়ে বোল্টের দিকে। আবারও কি নিজের রেকর্ড ভাঙবেন তিনি? বিজ্ঞানীরাও প্রশ্ন তুলেছেন, বিশ্বের এই দ্রুততম মানব কি এর চেয়েও জোরে দৌড়াতে পারবেন? প্রশ্ন উঠেছে, মানুষের পক্ষে এর চেয়ে জোরে দৌড়ানো সম্ভব কি না—এ নিয়েও।

বিগত বছরগুলোয় অ্যাথলেটদের পারফরম্যান্স বিচার করে মানুষের সক্ষমতা সম্পর্কে কিছুটা অনুমান দাঁড় করানোর চেষ্টা করেছিলেন গণিতবিদেরা। ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পারফরম্যান্স বিচার করে দেখা গেছে, অ্যাথলেটদের গতি বেড়েছে। কিন্তু সেটা খুবই অপ্রত্যাশিতভাবে। ২০০৮ সালের আগে গণিতবিদ রেজা নোবারি বলেছিলেন, মানুষ সর্বোচ্চ ৯.৪৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করতে পারবে। কিন্তু ২০০৮ সালে বোল্টের বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের পর এই অনুমান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন নোবারি। বিস্তারিত পড়ুন