Posts Tagged ‘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ’

চীনে জনপ্রিয় ব্লগার নিঁখোজ!

চীনের জনপ্রিয় রাজনৈতিক ব্লগার ও বিশ্লেষক ইয়াং হেনজুনকে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিন্নমত প্রকাশের জন্য চীনা সরকার তাঁকে আটক করেছে বলে অনুমান করা হচ্ছে। খুব দ্রুত তাঁর অবস্থান সম্পর্কে সবাইকে জানানোর জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চীনা বংশোদ্ভূত ইয়াং হেনজুন বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। গত রবিবার তিনি গুয়ানংজু এয়ারপোর্ট থেকে তাঁর ব্লগ পরিচালককে ফোন করে জানান যে, তিনজন লোক তাঁকে অনুসরণ করছে। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চীনা কর্তৃপক্ষই তাঁকে আটক করেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন হেনজুনের ঘনিষ্ঠরা।

হেনজুনের এই নিঁখোজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামনেস্টির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহ পরিচালক ক্যাথরিন বাবের। তিনি বলেছেন, ‘হেনজুনের উধাও হওয়ার ঘটনাটা খুবই উদ্বেগজনক। গত কয়েক মাসে শান্তিপূর্ণ সংস্কারবাদী অনেক রাজনৈতিক কর্মী এভাবে উধাও বা গ্রেফতারের শিকার হয়েছেন।’

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিক্ষোভ-বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে গত ফেব্রুয়ারিতে চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে ‘জেসমিন বিপ্লবে’র ডাক দিয়েছেন। তারপর থেকেই ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ ও অনলাইন প্রতিরোধ কর্মীদের উপর হয়রানির ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে।

এক মাস বিনা বিচারে আটক রাখার পর গতকাল ‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে তত্পরতা’ চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে চীনের আরেক জনপ্রিয় ব্লগার রান উনফেইয়ের বিরুদ্ধে। এখনও কমপক্ষে ২০ জন আইনজীবী, ব্লগার, প্রতিরোধকর্মী আটক আছেন বিনা বিচারে। ব্লগার গু চুয়ান এদের মধ্যে অন্যতম। তাঁকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে রাখা হয়েছে প্রায় এক মাস ধরে। তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে আশঙ্কা করছে অ্যামনেস্টি।

চীনা ভিন্নমতাবলম্বীকে মুক্তির আহ্বান অ্যামনেস্টির

চীনের গণতন্ত্রপন্থী সংগঠক লিউ জিয়ানবিনকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনা সরকারের সমালোচনা করে ভিন্নমতাবলম্বী লেখালেখি করার জন্য জিয়ানবিনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি’ দেওয়ার অভিযোগে চীনের শিনচুয়ান প্রদেশের একটি কোর্ট জিয়ানবিনকে এই সাজা দেয়। ভিন্নমতাবলম্বী রাজনৈতিক তত্পরতা চালানোর জন্য এ নিয়ে তৃতীয়বারের মতো তাঁকে কারাবন্দী করা হলো।

১৯৮৯ সালে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার জন্য জিয়ানবিন আড়াই বছর কারাবন্দী ছিলেন। এরপর ১৯৯০ সালে ‘রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে তত্পরতা’ চালানোর দায়ে আবারও তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নয় বছর কারাবন্দী থাকার পর তিনি মুক্তি পান।

২০০৮ সালে শেষবারের মতো কারামুক্তির পর তিনি চীনে আইনি ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ‘চার্টার ০৮’ প্রস্তাবে সাক্ষর করেন। নোবেল বিজয়ী লিউ জিয়াওবোও এই সংস্কার প্রস্তাবটির সহ-লেখক। চীনা সরকারের দমননীতির সমালোচনা করে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে তিনি অনেক পত্রপত্রিকায় লেখালেখি করেছেন।

অ্যামনেস্টির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহ-পরিচালক ক্যাথেরিন বাবের বলেছেন, ‘শুধু লেখালেখি করার জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়াটা একটা আতঙ্কজনক ব্যাপার। এবং বিচারব্যবস্থার নামে একটা প্রহসনও বটে। লিউ জিয়ানবিন কোন অপরাধেই অপরাধী নন। তিনি বন্দী হতে পারেন শুধু নিজের বিবেকের কাছেই। তাঁকে খুব দ্রুত মুক্তি দেওয়া উচিত।’ তিনি জিয়ানবিনকে কারাবন্দী করার এই ঘটনাটাকে বর্ণনা করেছেন ‘কোন বার্তার প্রতি মনোযোগ দেওয়ার বদলে বার্তাবাহককেই গুলি করে ফেলা’ হিসেবে।

লিবিয়ায় আটককৃত সাংবাদিকদের মুক্তির আহ্বান অ্যামনেস্টির

লিবিয়ায় আটককৃত আল জাজিরা টেলিভিশনের চার সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চার সপ্তাহ আগে লিবিয়া ছেড়ে আসার সময় তিউনিসিয়া বর্ডারের কাছে জান্তান থেকে এই দুইজন সংবাদদাতা ও দুইজন ক্যামেরাম্যানকে আটক করা হয়েছে। তাঁদের উপর শারীরিক নির্যাতন চালানো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহেই আল জাজিরার ক্যামেরাম্যান হাসান আল জাবের গুলিতে নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক ম্যালকম স্মার্ট বলেছেন, ‘এটা লিবিয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়ার সর্বশেষ উদাহরণ। ত্রিপোলিতে লিবিয়ান কতৃপক্ষের অবশ্যই এই সাংবাদিকদের মুক্তির ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে যে কোন রকম নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে।’

এই দুইজন সংবাদদাতা হলেন আহমেদ ভাল ওয়ালদ এডিন (৩৪) ও তিউনিসিয়ার লুতফি আল মাসৌদি (৩৪)। ক্যামেরাম্যান দুজন হলেন নরওয়ের আমমার আল হামদান (৩৪) ও যুক্তরাজ্যের আমমার আল তালৌ। ধারণা করা হচ্ছে যে লুতফি আল মাসৌদিকে ত্রিপোলিতে আটক করা হয়েছে।

লিবিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই অনেক সাংবাদিক হুমকির মুখে রয়েছেন। দুই সপ্তাহ আগে বিবিসির তিনজন সাংবাদিককে আটক করে নির্যাতন করে গাদ্দাফির অনুসারীরা। যুক্তরাজ্যের গার্ডিয়ানের সাংবাদিক গেইথ আব্দুল আহাদকেও ১৫ দিন আটক রাখার পর গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমসের তিন সাংবাদিককেও ছয়দিন আটক রাখার পর গতকাল মুক্তি দেওয়া হয়েছে।