কেন কিছু মানুষ প্রেমে ভয় পান?

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বা প্রতারণার শিকার হয়ে অনেক নারী/পুরুষই আর কখনই প্রেমের সম্পর্কে না জড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু এমন অনেকেও আছেন যারা এরকম কোন অভিজ্ঞতার সম্মুখীন না হয়েও কখনো প্রেম করতে চাননা। এমনকি কেউ তাকে সত্যিই অনেক ভালোবাসে, এমনটা জানার পরও তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। মগ্ন থাকেন শুধু নিজের মধ্যেই। এই মানুষগুলো যেন অদৃশ্য একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে এই দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন: ‘আমি প্রেমের জন্য নই’। শুধু কী কারো সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না, এই কারণে? নাকি তারা বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হন, কিন্তু ভাবেন যে, ‘তাদেরকে ছাড়াই অনেক ভালো আছি?’ কেন তারা কখনও প্রেম না করার সিদ্ধান্ত নেন বা কোন প্রেম প্রস্তাবে সাড়া প্রদান করেন না?

প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আতঙ্ক বেশিরভাগ সম্পর্কগত ইস্যুরই সাধারণ একটা সমস্যা। অনেকেই কারও সঙ্গে ঘনিষ্ঠ কোন সম্পর্কে জড়াতে চান না প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এই আতঙ্কে। হয়তো কারো প্রতি ঐ নারী/পুরুষের অনেক আবেগ-অনুভূতি আছে। কিন্তু তারপরও দায়িত্বশীল একটা সম্পর্কে জড়ানোর ভয়ে তিনি প্রত্যাখ্যান করেন ঐ মানুষটিকে। সেসময় তিনি হয়তো মাথায় আনবেন প্রেমের সম্পর্ক গড়ার সব নেতিবাচক চিন্তাগুলো। আর শেষে ঘোষণা করবেন, ‘আমি একাই ভালো আছি, কোন প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের চেয়ে।’

অনেক মানুষই তার চারপাশে অনেক খারাপ সম্পর্কের অভিজ্ঞতার সামনা-সামনি হতে হতে প্রেমের সম্পর্ক গড়ার উপর আগ্রহ হারিয়ে ফেলেন। চিকিত্সা মনোবিজ্ঞানী মানসি হাসান বলেছেন, ‘যেসব মানুষ তাদের চারপাশে- পরিবার বা বন্ধুবান্ধবদের মধ্যে অনেক দাম্পত্য কলহ দেখেন বা বাজে প্রেমের সম্পর্ক দেখেন তারা কিছুটা বিতৃষ্ণা থেকেই প্রেম ব্যাপারটাকে দূরে সরিয়ে রাখেন। তারা হয়তো কখনো অনুধাবন করেন না যে, তাদের নিজেদের জীবনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকমও ঘটতে পারে। কিন্তু চারপাশের খারাপ অভিজ্ঞতা থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, কখনো প্রেম করার মতো ভুল করবেন না!’

অনেকেই প্রেমের সম্পর্কে জড়াতে চাননা হূদয় ভাঙ্গার ভয়ে। ছেলেদেরকে সবসময় দুরে রাখেন এমন একজন নারী. সুশান মার্ক বলেছেন, ‘আমি জানি, আমি সবসময় পুরুষদের ভালোবাসা পাওয়ার ব্যাপারটাকে এড়িয়ে গেছি, এমনকি সে আমার প্রতি আকৃষ্ট এটা জানার পরেও। কারণ আমি ভয় পাই, যদি পরে আমাকে আঘাত পেতে হয়! আমি এটা সহ্য করতে পারব না। তার চেয়ে আমি অনুভূতিশূণ্য হয়ে থাকব সেটাও ভালো।’ শুধু সুশান মার্কই না, এই হূদয় ভাঙ্গার ভয়টা আরও অনেক মানুষের মধ্যেই কাজ করে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।

  1. No trackbacks yet.

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

%d bloggers like this: